• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ঢাবিতে অবস্থানে নিয়েছে ছাত্রলীগ

প্রকাশিত: মে ২৮, ২০২২, ০৬:৪১ পিএম

ঢাবিতে অবস্থানে নিয়েছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রদলের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে শনিবারও (২৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ৷ ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, টিএসসি, কার্জন হল ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আজ সকাল থেকেই তারা অবস্থান নিয়েছে৷ ছাত্রদলের নেতাকর্মীদের ঠেকাতে স্টাম্প, কাঠ ও লাঠিসোঁটা প্রস্তুত রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা৷ চলছে মোটরসাইকেলের ‘শোডাউনও’। যদিও ছাত্রদল আজ ক্যাম্পাসে ঢুকছে না বলে সংগঠনের এক নেতা জানিয়েছেন৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের পর গত রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল৷

সেখানে যাওয়ার পথে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদলের ওপর হামলা করে ছাত্রলীগ৷ পরে দোয়েল চত্বর ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে৷

সর্বশেষ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে৷ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলার প্রতিবাদে আজ দেশের সব জেলা ও মহানগর ইউনিটে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে ছাত্রদল৷ এই কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারে- এমন ধারণা থেকে ক্যাম্পাসের পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্রলীগ৷ প্রস্তুত রাখা হয়েছে স্টাম্প, কাঠ ও লাঠিসোঁটাও৷ চলছে মোটরসাইকেলের 'শোডাউন'৷ দুপুর ১২টার দিকে এই চিত্র দেখা গেছে৷

তবে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন বলেন, আজ ক্যাম্পাসে তাদের কোনো কর্মসূচি নেই৷ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সংগঠনের জেলা ও মহানগর ইউনিটে বিক্ষোভ হচ্ছে৷

এফএ
আর্কাইভ