নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সবুর মন্ডলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ মে) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সবুর মন্ডলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ শিগগির কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
ডা/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন