• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

১২৯ জনকে পল্লী সঞ্চয় ব্যাংকে পদোন্নতির নির্দেশ

প্রকাশিত: জুন ৪, ২০২১, ০৮:৪৩ পিএম

১২৯ জনকে পল্লী সঞ্চয় ব্যাংকে পদোন্নতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমার বাড়ি আমার খামার প্রকল্প ১২৯ উপজেলা সমন্বয়কারীকে পল্লী সঞ্চয় ব্যাংকে সিনিয়র অফিসার পদে অগ্রাধিকার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট।

শুক্রবার ( জুন) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

তিনি বলেন, বিচারপতি এফআরএম. নাজমুল আহসান বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন।

মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ১২৯ উপজেলা সমন্বয়কারী দুটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে। পরবর্তীতে রিট পিটিশনের চূড়ান্ত শুনানি শেষে প্রকল্পের ১২৯ উপজেলা সমন্বয়কারীকে পল্লী সঞ্চয় ব্যাংকে সিনিয়র অফিসার পদে অগ্রাধিকার ভিত্তিতে পদোন্নতি প্রদানের নির্দেশ দিয়ে রায় ঘোষণা করে।

রায়ের পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, যেহেতু পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ অনুযায়ী আমার বাড়ি আমার খামার প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আইন অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, সেক্ষেত্রে কর্তৃপক্ষ তাদের পদোন্নতি না দিয়ে সরাসরি বাইরে থেকে নিয়োগ প্রদান করে রিটকারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।

একইসঙ্গে সংবিধানের ২৭ এবং ২৯ অনুচ্ছেদের লঙ্ঘনের সামিল। যেহেতু তারা দীর্ঘদিন ধরে কর্মরত আছেন, তাই পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ অনুযায়ী তারা পল্লী সঞ্চয় ব্যাংকে অগ্রাধিকারের ভিত্তিতে পদোন্নতির যোগ্য। তাই রিট পিটিশনারদেরকে পল্লী সঞ্চয় ব্যাংকে সিনিয়র অফিসার পদে অগ্রাধিকার ভিত্তিতে পদোন্নতি দিতে নির্দেশ দিয়েছেন।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, রায়ে আমার রিটকারীরা ন্যায় বিচার পেয়েছেন। আমি মনে করি, কর্তৃপক্ষ দ্রুত রায়ের আলোকে তাদের পল্লী সঞ্চয় ব্যাংকে সিনিয়র অফিসার পদে পদোন্নতির ব্যবস্থা নেবেন।

বিআর/নির্জন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ