• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

জমি নিয়ে বিরোধ : হাজারীবাগে প্রতিপক্ষের গুলিতে যুবক আহত

প্রকাশিত: জুন ৪, ২০২১, ০৮:০৭ পিএম

জমি নিয়ে বিরোধ : হাজারীবাগে প্রতিপক্ষের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের পিস্তলের গুলিতে মামুন (৩৬) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) দুপুরে রাজধানীর হাজারীবাগ শিকারীটোলা মোড়ের ৬৩/৯ নম্বর বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত মামুনের বড় ভাই সুমন মিয়া জানান, তারা হাজারীবাগ ৮৯ নম্বর গজমহলের বাসায় থাকেন। তাদের বাবার নাম মৃত সালেহ আহমেদ। বাসার নিচে একটি মুদি দোকান রয়েছে মামুনের। আর তিনি একটি ওয়াশ ফ্যাক্টরিতে চাকরি করেন।

তিনি জানান, বাসার পাশেই হাজারীবাগ পুরান থানা শিকারীটোলা মোড়ে ৬৩/৯ নম্বরে তাদের আরেকটি বাড়ি আছে। ওই বাড়ির পাশেই হাশেম মোল্লা নামে এক লোক তার জায়গায় হাঁটার রাস্তা না রেখেই দেয়াল নির্মাণ করছিলেন। এ সময় বাধা দিলে হাশেম মোল্লার ভাড়াটে সন্ত্রাসী রফিক আরও ৭-৮ জনকে নিয়ে বাড়িতে এসে তাদের দুই ভাইকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে তারা তাদের বাসা থেকে টেনে রাস্তায় বের করে আনেন। এ সময় তাদের চারজনের হাতে পিস্তল ছিল। তাদের মধ্যে একজন মামুনকে গুলি করেন। এতে তার ডান হাতে গুলি লাগে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মামুনকে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হাজারীবাগ থানার ওসি সাজেদুর রহমান জামান, বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিআর/নির্জন

আর্কাইভ