• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অতিরিক্ত সচিবের ভুলে দাম বাড়ল চীনা টিকার!

প্রকাশিত: জুন ৪, ২০২১, ০৩:০২ পিএম

অতিরিক্ত সচিবের ভুলে দাম বাড়ল চীনা টিকার!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে টিকার চাহিদা তুঙ্গে। এক ডোজ টিকা গ্রহণ করার পর দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় ভুগছেন অনেকেই। টিকার এ ঘাটতি মেটাতে চীন, রাশিয়ার টিকা কিনছে বাংলাদেশ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছে দুই কোটি ডোজ টিকা চাওয়া হয়েছে। ঠিক এমন সময় একজন অতিরিক্ত সচিবের ভুলের খেসারত দিতে হচ্ছে সরকারকে।

এক সপ্তাহের মধ্যে চীনের তৈরি টিকার দেড় কোটি ডোজ কেনার কথা ছিল বাংলাদেশের। সে লক্ষে চুক্তির বিষয়টিও অনেকটা চূড়ান্ত হয়ে যায়। চীন বাংলাদেশের কাছ থেকে টিকার চাহিদাপত্র পাওয়ার পর বাণিজ্যিক স্বার্থে কোনোভাবেই যেন টিকার দাম প্রকাশ না করা হয় সে বিষয়টি বলে দেয়।

সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের একজন কর্মকর্তা গণমাধ্যমে সিনোফার্মের টিকা প্রতি ডোজ ১০ ডলার করে কেনা হচ্ছে বলে জানান। এর পরই আপত্তি তোলে চীন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় কম দামে চীন টিকা দিতে চায়। কিন্তু দাম প্রকাশের পর আপত্তি তোলে শ্রীলঙ্কা। তারা চীনের কাছে জানতে চায়, বাংলাদেশকে ১০ ডলারে দেয়া হলেও তাদের কাছে কেন ১৫ ডলার করে চাওয়া হচ্ছে। এরপরই চীন বাংলাদেশকে চিঠি দিয়ে কূটনৈতিকভাবে জানতে চায়, কেন দাম প্রকাশ করা হলো?

চিঠিতে চীন বলেছে, তাদের আশঙ্কা সত্যি হয়েছে। অনেক দেশ তাদের কাছে বিষয়টিতে আপত্তি জানিয়েছে। ফলে চীনের সিনোফার্মের টিকা পাওয়া নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তবে চীন জানিয়েছে, টিকা এখন নিতে হলে ১৫ ডলারেই কিনতে হবে তাদের কাছ থেকে।

গত ২৭ মে সিনোফার্মের টিকা কিনতে মন্ত্রিসভার কমিটি সম্মতি দেয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আখতার সংবাদ ব্রিফিং করে টিকা কেনার বিষয়ে বিস্তারিত বলেন। সেখানেই তিনি টিকার দাম জানান। কেন তিনি গোপনীয়তা ভঙ্গ করে টিকার দাম প্রকাশ করেন সে বিষয়ে শাহিদা আখতারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, দায়িত্ব থেকেও তাকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

সবুজ/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ