• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

১ কোটি ২৯ লাখ ২১ হাজার জন পেলো বুস্টার ডোজ

প্রকাশিত: মে ৮, ২০২২, ০৫:৩৭ পিএম

১ কোটি ২৯ লাখ ২১ হাজার জন পেলো বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১১ কোটি ৬৫ লাখ ৬ হাজার ৬৫৯ জন। এ ছাড়া বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৯ লাখ ২১ হাজার ৭৫ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) দেশে ৬ হাজার ৯৯৩ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৯ হাজার ৮২৮ জনকে। এ ছাড়া ৫৩ হাজার ৯০৮ জনকে দেওয়া হয়েছে বুস্টার ডোজ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ২০ হাজার ৮৯২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এক কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ২৬৫ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ।

অধিদফতর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২১ লাখ ৭ হাজার ৭৬ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

জেইউ/এএল

আর্কাইভ