• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রাশিয়া ও চীনের টিকা উৎপাদন মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ১০:৫০ পিএম

রাশিয়া ও চীনের টিকা উৎপাদন মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাশিয়ারস্পুটনিক-ভি চীনেরসাইনোফার্মথেকে সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব . শাহিদা আক্তার সাংবাদিকদের কথা জানান।

. শাহিদা বলেন, আমাদের যে কারিগরি পরামর্শক কমিটি রয়েছে, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের নীতিনির্ধারকরাও আলোচনা করেছেন। তারপরই বিষয়ে সম্মতি দেয়া হয়েছে। খুব শিগগিরই কার্যক্রম শুরু হবে।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, হেলথ মিনিস্ট্রির আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। আজকে দুটি প্রস্তাব ছিল। এর একটি হলো টিকা ক্রয়।

আমাদের বিকল্প সোর্স থেকেও চেষ্টা করতে হবে। তার মানে এই নয়, আমাদের প্রথম যে সোর্স ছিল, সেটি বাতিল হয়ে গেছে। তবে আমাদের মাথায় সব সময় বিকল্প রাখতে হবে। তাই বিকল্প হিসেবে রাশিয়ার টিকাস্পুটনিক-ভি চীনেরসিনোভ্যাক-এর জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে।

তরিকুল/মেহেদী/এম. জামান

আর্কাইভ