• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাজধানীতে অর্ধশতাধিক ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ০৫:৩৮ পিএম

রাজধানীতে অর্ধশতাধিক ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাই চক্রের মূলহোতাসহ অর্ধশতাধিক আসামি গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতারদের কাছ থেকে চোরাই মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদিসহ এক হাজারের বেশি বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মোবাইলফোন, ট্যাব, ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

ডিআইএ
আর্কাইভ