• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

তিন বাচ্চা নিয়ে স্কুটার চালিয়ে আলোচনায় নারী

প্রকাশিত: জুন ২, ২০২১, ০৮:৩২ পিএম

তিন বাচ্চা নিয়ে স্কুটার চালিয়ে আলোচনায় নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বদলে গেছে দিন, এসেছে নতুন সময়। কালের বিবর্তনে নারীরা এখন স্বাবলম্বী। ঢাকার ব্যস্ততম রাস্তায় স্কুটার চালাচ্ছেন এক নারী। সামনে একটি ছোট বাচ্চা। পেছনে আছে আরও দুইজন। আইনে এটি অপরাধ। তবে অপরাধ যাই হোক; বর্তমান সময়ে এই স্কুটার চালানোর মধ্যে ফুটে উঠেছে নারীর সাহসিকতা দক্ষতার পরিচয়। সম্প্রতি রাজধানীর মগবাজার উড়াল সেতুর ওপরে এমন একটি দৃশ্য দেখা গেছে।

নিয়ে বুধবার ( জুন) পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “সামনে বাচ্চা, পেছনে বাচ্চাসহ পুরুষ মানুষ নিয়ে একজন নারী মোটরবাইক চালিয়ে যাচ্ছেন।

ট্রাফিক আইনে মোটরবাইকে অনধিক দুইজন চড়তে পারে। উভয়েরই মাথায় হেলমেট থাকতে হবে। চড়েছে চারজন। চালক ছাড়া কারোই হেলমেট নেই। রাজধানীর মগবাজার উড়াল সেতুর ওপরে দৃশ্যটি কয়েকদিন আগের। স্বাচ্ছন্দ্যে চালিয়ে যাচ্ছিলেন চালক নারী। নিঃসন্দেহে আইন ভঙ্গ হয়েছে। তবে যেটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হলো প্রচলিত ধারণা বদলে দিয়ে পুরুষকে পেছনে নিয়ে নারী চালকের আসনে বসতে সক্ষম হয়েছে।

হাবিবুর রহমানের পোস্টে অনেকেই কমেন্টস করেছেন। তার মধ্যে কয়েকজনের কমেন্টস নিচে দেয়া হলো

্যাব -এর পরিচালক মো. মোজাম্মেল হক লিখেছেন- “এই পরিবর্তন প্রশংসনীয় হলেও ট্রাফিক আইন প্রযোজ্য হওয়া অত্যন্ত জরুরি। তবে স্যার নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রোল মডেল। পজিটিভ বাংলাদেশের প্রবক্তা জাতির জনকের কন্যা বাংলাদেশের উন্নয়নের প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেহেলি নাজনীন নামের এক নারী লিখেছেন- “খাটছে নারী, চলছে নারী, ছুটছে নারী তবুও কোথায় যেন বাধা নারীর!

সব এড়িয়ে এগোয় যখন কোনো নারী.. সাবাস তাকে বলতেই পারি। সাবাস বলার মানুষ বাড়ুক। নারীর পাশে মানুষ থাকুক।

লিমা মির্জা নামের অপর একজন লেখেন- “নারী তুমি এগিয়ে যাও সত্য নিষ্ঠার সাথে... সব কিছুতে আমরা এখন বিশ্বের কাছে রোল মডেল। তার প্রমাণ দেশরত্ন রাস্ট্রনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা!

তবে এগিয়ে যেতে হবে এটাও যেমন সত্য সাহসী ভূমিকা নিয়ে... তেমনি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখে। সত্যিই সুন্দর উপলব্ধি!! দোয়া শুভ কামনা।

নূর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ