• ঢাকা রবিবার
    ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আন্দোলনে নিহত ঝালকাঠির ১০ পরিবারকে লেডিস ক্লাবের আর্থিক সহায়তা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:১৪ পিএম

আন্দোলনে নিহত ঝালকাঠির ১০ পরিবারকে লেডিস ক্লাবের আর্থিক সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করা ১০ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়দা প্রদান করেছে ঝালকাঠি লেডিসক্লাব। এ উপলক্ষে রবিবার দুপুরে ধানসিড়ি মহিলা ক্লাবে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে লেডিস ক্লাব।

জেলার৪ উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী ও চাকুরিজীবীসহ নিহত মোট ১০ জনের  পরিবারকে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন লেডিস ক্লাবেরসভাপতি মাহফুজা খানম। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, লেডিস ক্লাবের সহ-সভাপতিটুম্পা সরকার, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমানও অন্তরা হালদারসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে লেডিস ক্লাবের সভাপতি বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে। নিহত পরিবারগুলোর পাশে দাড়াতে হবে আমাদের সবাইকে। চেক বিতরণের পর লেডিস ক্লাবের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বীতরণ করা হয়।

আর্কাইভ