নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে কারওয়ান বাজারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার মঈন বলেন, ‘নেত্র নিউজে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি নেতা ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছে না, তার স্ত্রী যখন আমাদের কাছে এসেছেন, তখন আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি।’
যেখানে যেখানে তার স্বামী অবস্থান করতে পারেন- এমন সন্দেহ করেছেন বা তিনি যে তথ্য দিয়েছেন, র্যাবের টিম তাকে সহযোগিতার চেষ্টা করেছে।
র্যাবের সব অভিযান আইন মেনে করা হয় উল্লেখ করে খন্দকার মঈন বলেন, ‘র্যাব একটি আইনশৃঙ্খলা বাহিনী। প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য-উপাত্ত প্রচারিত হয়েছে, তার সবই ভিত্তিহীন। এটাই আমাদের বক্তব্য।’
বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, ‘সাভার থেকে মানিকগঞ্জের উদ্দেশে র্যাবের একটি মাইক্রোবাস যাচ্ছিল। পথে র্যাবের গাড়িতে অতর্কিত গুলি চালানো হয়। এতে র্যাবের গাড়িটিতে বেশ কয়েকটি গুলি লেগেছে। এরপর পেছনে থাকা আমাদের টহল টিমের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময় হয়। ঘটনার পরপর আমাদের ফরেনসিক টিম গিয়ে কাজ শুরু করে। আরেকটি দল অস্ত্রের খোঁজে তল্লাশি শুরু করে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেখানে একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। তার নাম মো. কাওসার বলে নিশ্চিত হওয়া যায়।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। র্যাব জানতে পারে আহত কাওসার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে ধর্ষণ, হত্যাসহ ১২টিরও বেশি ডাকাতি মামলা রয়েছে। কাওসার চিকিৎসাধীন হাসপাতালে মারা যায়।’
র্যাবের ওপর বারবার এমন হামলার বিষয় উল্লেখ করে মঈন বলেন, ‘র্যাবের ওপর হামলা নতুন কিছু নয়। কিছুদিন আগেও কুমিল্লায় র্যাবের ওপর হামলা হয়েছে। সেখানে র্যাবের এক সদস্য আহত হয়েছেন। মাদকবিরোধীসহ বিভিন্ন অভিযানে র্যাবের ওপর হামলা হয়েছে। এসব হামলায় র্যাবের ২৯ সদস্য মারা গেছেন, প্রায় এক হাজারের বেশি সদস্য আহত হয়েছেন।
এফএ/ডা/এএল
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন