• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নিউমার্কেটে সংঘর্ষে অ্যাম্বুলেন্সও রক্ষা পায়নি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০৯:১০ পিএম

নিউমার্কেটে সংঘর্ষে অ্যাম্বুলেন্সও রক্ষা পায়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও রক্ষা পায়নি। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ভাঙচুরের শিকার হয় দুটি অ্যাম্বুলেন্স।

ঢাকা কলেজের আহত শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি ভেঙে ফেলেছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানানসংঘর্ষের এক পর্যায়ে রোগী নিয়ে যাওয়ার পথে নিউ মার্কেটের সামনে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের শিকার হয়। ব্যবসায়ী ও দোকানের কর্মীরা অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করেন।

প্রায় একই সময়ে ঢাকা কলেজের সামনে আরও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। 

সোমবার রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দিনগত রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জেডআই/এএল

আর্কাইভ