প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০৮:৪০ পিএম
রাজধানীর
নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে
পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা কলেজের সঙ্গে সংহতি
জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে
নীলক্ষেত এলাকায় মহড়া দিচ্ছেন তারা।
বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। রাস্তার মোড়ে মোড়ে তারা মহরা দিচ্ছেন।
এদিকে নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় সায়েন্স ল্যাব ও আজিমপুর উভয় পাশে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানযটের সৃষ্টি হয়। ঘটনার জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। রাত আড়াইটার দিকে পুলিশ জানায়, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ফিরে গেছেন। ব্যবসায়ীরাও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে চলে গেছেন।
এর আগে কথা কাটাকাটির জেরে সোমবার রাতে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। রাতের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
জেডআই/এএল