নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নববর্ষ উদযাপনে করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘যেহেতু কোভিড এখনও শতভাগ যায়নি, সবাইকে বলবো, কোভিডের বিষয়টি মাথায় রেখে তারা সবাই যেন পহেলা বৈশাখ সীমিত আকারে করেন।
দুপুর ২টা পর্যন্ত আয়োজনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী মনে করেছে বলে তারা তাদের সুপারিশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সাংবাদিকদের মাধ্যমে আমি বলতে চাই, যারা ফেসবুকে অপপ্রচার করেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিই।'
'বিটিআরসি ফেসবুকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। আমরা কালকেও তাদের সঙ্গে এ নিয়ে আলাপ আলোচনা করেছি। তারা বলেছে, ফেসবুকের সিঙ্গাপুরের প্রতিনিধিরা আমাদের এখান থেকে এসে ঘুরে গেছেন। একটা সুপারিশ যেটা আমরা করেছি, তারা সেটার বাস্তবায়ন করবেন বলে আমাদের বলেছেন।'
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেব। মানুষ এখন ধীরে ধীরে টের পাচ্ছে, এসব গুজব ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিচ্ছে। এ কারণে ফেসবুক কিন্তু এখন বিশ্বাসও করে না। মানুষ বিশ্বাসের আগে যুক্তিটা জানতে চায়। তথ্যটা জানতে চায়।’
ডিআইএ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন