প্রকাশিত: জুন ১, ২০২১, ০৪:৫৩ পিএম
প্রায়
দুই মাস বন্ধ থাকার
পর কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে। মঙ্গলবার
(১ জুন) বেলা সোয়া
১১টার দিকে প্রথম বিমান
অবতরণের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক হয়।
গত
সোমবার করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে হওয়া স্তব্ধতা ভেঙে
কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠানামার অনুমতি দেয় বেসামরিক বিমান
চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সব ধরনের
স্বাস্থ্য সতর্কতা মেনে ফ্লাইট পরিচালনার
নির্দেশ দেয় বেবিচক।
কক্সবাজার
বিমানবন্দরের ব্যবস্থাপক আল আমিন ফারুক
জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে হওয়া স্তব্ধতা ভেঙে
দীর্ঘ দুই মাস বন্ধ
থাকার পর মঙ্গলবার থেকে
ফের শুরু হয়েছে কক্সবাজার
বিমানবন্দরে বিমান চলাচল।
সকাল
সাড়ে ৯টায় বেসরকারি এয়ারলাইন্স
ইউএস-বাংলা ও নভোএয়ারের দুটি
ফ্লাইট ঢাকা থেকে যাত্রী
নিয়ে কক্সবাজারের পথে আকাশে ওড়ার
কথা থাকলেও সাড়ে ১০টার দিকে
বিমান দুটি ঢাকার রানওয়ে
ছেড়েছে। বিমানগুলো সোয়া ১১টার দিকে
কক্সবাজার অবতরণ করে।
করোনার
দ্বিতীয় ঢেউ শুরু হলে
গত ৫ এপ্রিল থেকে
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায়
নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান
চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এর
পর ২০ এপ্রিল থেকে
দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হলেও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে উড়োজাহাজ
চলাচল এত দিন বন্ধ
ছিল। প্রায় দুই মাস পর
সেটি চালু হলো।
বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-কক্সবাজার
রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।’
আকরাম/এম. জামান