• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

খাল দখলের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না : আতিক

প্রকাশিত: জুন ১, ২০২১, ১২:৫২ পিএম

খাল দখলের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না : আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খাল দখলের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ ছাড়াও তিনি মনে করেন, খালগুলো পুরোপুরি উদ্ধার না হওয়ার কারণে জলাবদ্ধতা নিরসন হয়নি ।

মঙ্গলবার (০৬ জুন) রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে উদয়াচল পার্ক ও খেলার মাঠে দশ দিনব্যাপী মশক নিধনে চিরুনী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই একযোগে শুরু করা হয়েছে মশক নিধনে চিরুনী অভিযান, DOM-INNO কে তিন লাখ টাকা জরিমানা এবং অনন্ত জলিলের নির্মাণাধীন প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ারকে দেয়া হয়েছে ৬ মাসের কারাদন্ড।

ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে এডিস মশার প্রজনন স্থল ও লার্ভা পাওয়ায় ইকবাল রোডে DOM-INNO কে নগদ তিন লাখ টাকা জরিমানা এবং একই এলাকায় অভিনেতা অনন্ত জলিলের নির্মাণাধীন প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ারকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরবাসীকে সচেতন এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করার লক্ষ্যে ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশক নিধন চিরুনী অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ