• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

চাঁদ দেখা গেলে রবিবার রোজা

প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৪:৫৩ পিএম

চাঁদ দেখা গেলে রবিবার রোজা

সিটি নিউজ ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এতে এশিয়ার এই অঞ্চলে শনিবার ( এপ্রিল) থেকে রোজা শুরু হয়েছে। ধর্মের বিধান অনুযায়ী চাঁদ দেখে রোজা শুরু করতে হয় আবার চাঁদ দেখে রোজার মাস শেষ করতে হয়। সে অনুযায়ী, ১৪৪৩ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে রবিবার ( এপ্রিল) বাংলাদেশে শুরু হতে পারে রোজা।

প্রতিবছরের মতো এবারও বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কমিটির সভা।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এতে অন্যদের মধ্যে আরও উপস্থিত থাকবেন বায়তুল মোকাররমের নতুন খতিব মাওলানা রুহুল আমীন, ফাউন্ডেশনের ডিজি . মুশফিকুর রহমানসহ কমিটির সদস্যরা।

দেশের কোথায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এনএম/এফএ

আর্কাইভ