• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রামপুরায় দুই দিন গ্যাস থাকবে না

প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৭:০৭ পিএম

রামপুরায় দুই দিন গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংস্কার কাজের জন্য রাজধানীর পূর্ব রামপুরার বেশ কয়েকটি এলাকায় দুই দিন কয়েক ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৩১ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব রামপুরা বায়তুল মামুর মসজিদ গলি এলাকায় গ্যাস সঙ্কট দূর করতে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য মঙ্গলবার ( জুন) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বৃহস্পতিবার ( জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।

সময় পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, বউবাজার আল-মামুর মসজিদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় আবাসিক, শিল্প সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আকরাম/বি/এম. জামান

আর্কাইভ