• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

রমনায় ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ১২:০৯ এএম

রমনায় ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনা থানাধীন সেগুনবাগিচায় একটি বাসার তৃতীয় তলায থেকে নিচে পড়ে মো. আরিফ (২৬) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে এসির কাজ করার সময় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রাজিব ও মামা আবুল কালাম জানান, সেগুনবাগিচা কাঁচাবাজার এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যান আরিফ। দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর সদর জেলার মনোয়ারখাদী গ্রামে। তার বাবার নাম আলাউদ্দিন। তিনি দক্ষিণ মুগদার ১নং গলির ১১৬ নম্বর উকিলের বাড়িতে থাকতেন। আট বছর ধরে এসি মিস্ত্রির কাজ করছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জেইউ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ