প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৩:০৩ পিএম
রাজধানীর লালবাগে ৬ তলা ভবনের
৪ তলার আগুন নিয়ন্ত্রণে
এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা
চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি
নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার
ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার।
তিনি
জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৬টা এক মিনিটে আগুন
লাগার খবর পাওয়া যায়।
সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ
শুরু করেন। প্রায় এক
ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টা
৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় ভবনের বাসিন্দারা
আতঙ্কে ভবনের নিচে এসে অবস্থান নেন। তবে কোনো
হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এনএম/এফএ