• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

‘নির্বাচনে যেন ধর্মের ব্যবহার না হয়, সে বিষয়ে গুরুত্ব দেবো’

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ১২:৫৩ এএম

‘নির্বাচনে যেন ধর্মের ব্যবহার না হয়, সে বিষয়ে গুরুত্ব দেবো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনে যেন ধর্মের ব্যবহার না হয়, সে বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখবো। সহিংসতা ব্যাপকতা লাভ করে। এটা হলে পরে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলে। ভোট দিতে পারে না। অনেকেই বলেছেন, সহিংসতা প্রতিরোধ করতে হবে।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইভিএমে রিকাউন্টিং প্রবলেম আছে জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনো কারচুপি হয়ে থাকে, তাহলে রিকাউন্টিং করা যাবে কিনা, এটার কোনো ব্যবস্থা আছে কিনা, এটা আমাদের বুঝতে হবে। আমাদের টেকনিক্যাল কমিটির মিটিং করে একটা ধারণা নিতে হবে।নির্বাচনে যাতে ধর্মের ব্যবহার না হয়, সেটাও আমরা গুরুত্বসহকারে দেখবো বলে যোগ করেন তিনি।

হাবিবুল আউয়াল বলেন, ‘১০০ শতাংশ সফলতা হয়তো কখনও সম্ভব না। ৫০ থেকে ৬০ শতাংশ গ্রহণযোগ্য নির্বাচন হলে তাতেই সফলতা। শতভাগ সফলতা কখনও সম্ভব না। দেশের নির্বাচন নিয়ে বিবর্তনটা ইতিবাচক হয়নি।

তিনি আরও বলেন, ‘এটা সত্য কথা আমাদের সাহস থাকতে হবে। সাহসের পেছনে থাকতে হবে সততা। আমাদের হারানোর কিছু নেই। পাওয়ার কিছুও নেই। জীবনের শেষ প্রান্তে আমরা ইতিবাচক যদি কিছু করতে পারি, আপনাদের সাজেশনের আলোকে নির্বাচনটা যদি অবাধ সুষ্ঠু করা যায় সবার অংশগ্রহণে, সেটা একটা সফলতা হতে পারে।

এনএম/ডা

আর্কাইভ