• ঢাকা বৃহস্পতিবার
    ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ১১:১৮ পিএম

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্যাসের দাম শিল্প কারখানায় ১১৭ ভাগ এবং বাসাবাড়িতে ১১৬ ভাগ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের গণশুনানিতে প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২১ মার্চ) রাজধানীর নিউ ইস্কাটন রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে দিনব্যাপী এই গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানি গ্রহণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিলের নেতৃত্বে শুনানি গ্রহণে উপস্থিত আছেন সদস্য মকবুল ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক মো. কামরুজ্জামান।

ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক . শামসুল আলম বলেন, স্পট মার্কেট থেকে আনা গ্যাসের দাম বেড়েছে - শতাংশ। জন্য সব গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়াতে হয় এটা বিশ্বাসযোগ্য (নয়)! তারা গোঁজামিল দিয়ে হিসাব দেখাচ্ছে, এসব হিসাব বাস্তবসম্মত নয়। প্রয়োজন হলে ওই পরিমাণ এলএনজি আমদানি না করার পক্ষে আমরা। তবুও দাম বাড়ানো উচিত হবে না।

এনএম/ডা

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ