• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বৈঠক শুরু

প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৬:০৬ পিএম

ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনুষ্ঠানিকভাবে ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠকে শুরু হয়েছে। রবিবার (২০ মার্চ) সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই অষ্টম অংশীদারি সংলাপ শুরু হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকছেন দেশটির পররাষ্ট্র দফতরের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

শনিবার (১৯ মার্চ) বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ঢাকায় এসেছেন। সংলাপ শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি ভারত শ্রীলঙ্কা সফর করবেন।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ভিক্টোরিয়া নুল্যান্ড তার পাঁচ দিনের বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা সফরে নাগরিক সমাজ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।


এনএম/এফএ

আর্কাইভ