• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শাহবাগে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী শাহিন

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ১০:৩০ পিএম

শাহবাগে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী শাহিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থেকে অজ্ঞান পার্টির খপ্পর থেকে শিহাব আহমেদ শাহিন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। একটি যাত্রীবাহী বাসে অচেনত অবস্থায় পড়ে ছিলেন তিনি। তার সঙ্গে থাকা এক লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাব্বি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে শিহাবের বাসা। ওই এলাকাতে তার কাপড়ের ব্যবসা আছে। টাকা নিয়ে বঙ্গ মার্কেটে আসতেছিলেন কাপড় কিনতে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর ওই ব্যবসায়ীর স্টমাক ওয়াশ করানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এনএম

আর্কাইভ