• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৩:১২ পিএম

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র শবে বরাতের রাতে আতশবাজি, পটকাসহ অন্যান্য ক্ষতিকারক বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

বুধবার (১৬ মার্চ) রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে শবে বরাত উদযাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাবান মাসের ১৫ তারিখ রাতে শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামীকাল ১৮ মার্চ দিবাগত রাতই শবে বরাত বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ডিআইএ/এফএ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ