• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ভারতফেরত যাত্রীদের নেগেটিভ সনদের প্রয়োজন নেই

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৫:১৯ পিএম

ভারতফেরত যাত্রীদের নেগেটিভ সনদের প্রয়োজন নেই

সিটি নিউজ ডেস্ক

ভারতফেরত যাত্রীদের করোনার নেগেটিভ সনদের প্রয়োজন নেই। বাংলাদেশ সরকার অনুমোদিত কোভিড-১৯ টিকার দুই ডোজ বা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ দেওয়া থাকলেই হবে। তবে কিউআর কোডসহ টিকার সনদ সঙ্গে থাকতে হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাহিদুর রহমান।

তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ লাইন ডাইরেক্টর সিডিসি পরিচালক স্বাক্ষরিত একটি পত্র আমরা পেয়েছি, যা ১৪ মার্চ থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।


এনএম/এফএ

আর্কাইভ