• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বাংলায় মৌলিক আইন পাঠযোগ্য করতে কমিটি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০১:৫১ এএম

বাংলায় মৌলিক আইন পাঠযোগ্য করতে কমিটি

সিটি নিউজ ডেস্ক

আদালতে বাংলা ভাষা ব্যবহারের জন্য মৌলিক আইনগুলো বাংলায় পাঠযোগ্য করে প্রকাশের উদ্দেশ্যে কমিটি গঠন করেছে হাইকোর্ট।

আইন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদ ও বাংলা বিভাগ ও বাংলা একাডেমি থেকে একজন করে প্রতিনিধি এই কমিটিতে রাখা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছে আদালত।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানিকালে এসব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

১৭ ফেব্রুয়ারি দেশের সর্বাধিক প্রচলিত আইনগুলো ইংরেজি থেকে বাংলা ভাষায় রূপান্তর করে পাঠ উপযোগী করার উদ্যোগ নিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে এ নোটিশ প্রেরণ করা হয়।
পরে দেওয়ানি ও ফৌজদারিসহ দেশের মৌলিক আইনগুলো বাংলায় প্রণয়ন ও পাঠযোগ্য করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ১০ আইনজীবী।


ডা/
আর্কাইভ