• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বাড্ডায় মিললো গৃহবধূর মরদেহ

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৩:৩৮ এএম

বাড্ডায় মিললো গৃহবধূর মরদেহ

সিটি নিউজ ডেস্ক

ঢাকার বাড্ডা গুদারাঘাট এলাকায় একটি বাসা থেকে আফরোজা সুলতানা (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত গৃহবধূ তার স্বামী বাপ্পীর সঙ্গে ওই বাসায় থাকতেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সাঈদ মিয়া।

তিনি জানান, ঘটনাস্থলে এখনও মরদেহ রয়েছে। তবে, সিআইডি পুলিশ ঘটনাস্থলে কাজ করার পরে থানা পুলিশ নিহত গৃহবধূর সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গুদারাঘাটের সাততলা ভবনের দোতলায় তারা স্বামী-স্ত্রী থাকতেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ডা/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ