• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

যাত্রাবাড়ীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৯:১১ পিএম

যাত্রাবাড়ীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী ধানাধীন কাজলা এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

শনিবার (১২ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘আমরা আজ দুপুর ২টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কাজলা মির্জা বাড়িতে অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট ২টা ২০ মিনিটে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনাস্থলে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পাওয়া যায়নি কোনো হতাহতের খবরও।


ডিআইএ/এফএ

আর্কাইভ