• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৫:৫২ পিএম

মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

সিটি নিউজ ডেস্ক

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শুক্রবার (১১ মার্চ) ভোর ৬টা থেকে শনিবার (১২ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, অভিযানকালে ৬ হাজার ৯৭৯ পিস ইয়াবা, ৪০২ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।  

ডা/এফএ
আর্কাইভ