• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শাহবাগে কারের ধাক্কায় আহত নারীর মৃত্যু

প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৮:৫২ পিএম

শাহবাগে কারের ধাক্কায় আহত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ব্যস্ততম শাহবাগ এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বিকেল ৩টার দিকে শাহবাগ সুপ্রিম কোর্টের প্রধান গেট সংলগ্ন সড়কে দুর্ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, সুপ্রিম কোর্টের প্রধান গেট সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন ওই নারী। সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে প্রাইভেটকারের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, প্রাইভেট কারসহ চালক থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিআর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ