• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

রাতেই আসছে ফাইজারের টিকা

প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৪:০৭ পিএম

রাতেই আসছে ফাইজারের টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রাত ১১টা ২০ মিনিটে আসার কথা থাকলেও স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন দুপুরের দিকে জানান, আজ আসছে না। 

এর কয়েক ঘণ্ট পরই রোবেদ আমিন তাঁর কথা বদলে সিটি নিউজকে জানান, কাতার এয়ারওয়েজের একটি বিমানে বিশেষে ব্যবস্থায় ঠিক সময়েই আসছে  ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা।

এর আগে দুপুরে সিটি নিউজ ঢাকাকে মুঠোফোনে রোবেদ আমিন বলেছিলেন, আগামী ১০ তারিখের দিকে এই টিকা দেশে আসতে পারে। তবে তাও নিশ্চিত না। টিকা আসার আগে ফ্লাইটের সব তথ্য আমাদেরকে পাঠাবে কোভেক্স। আমরা আশা করছি কোভেক্সের মাধ্যমে যে টিকা আসার কথা ছিল তা আমরা পাবো। 

আগে শনিবার (২৯ মে) বিকেলে অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।

কোভ্যাক্স প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) উদ্যোগে।

এই জোটের মাধ্যমে প্রতিটি দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করার কথা। কোভ্যাক্স থেকে প্রথম পর্যায়ে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিশ্বজুড়ে টিকার সংকট দেখা দেয়ায় তা সম্ভব হচ্ছে না।

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই কোভ্যাক্স থেকে টিকা পাওয়া শুরু হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে টিকার সংকট তৈরি হওয়ায় তা পিছিয়ে যায়।

আর্কাইভ