প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০১:৩৪ এএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
বলেছেন, ‘দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। বাংলাদেশে গত ১৩ বছরে
মানুষের মাথাপিছু আয় ৬০০ ডলার
থেকে ২৬০০ ডলারে উন্নীত
হয়েছে। অর্থাৎ প্রায় সাড়ে চারগুণ বেড়েছে।
আর মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
রবিবার
(৬ মার্চ) শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক
ভাষণ, বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব
কথা বলেন।
তিনি
বলেন, ‘বর্তমান সময়ে ঢাকাতে একজন
রিকশাচালক সকাল থেকে দুপুর
পর্যন্ত এক বেলা কাজ
করলে এক হাজার টাকা
আয় করতে পারেন। তিনি
ইচ্ছে করলে একদিন রিকশা
চালিয়ে অন্যদিন বসে থাকতে পারেন।
এতে সহজেই বুঝা যায় অন্য
যে কোনো সময় থেকে
দেশের মানুষ এখন ভালো আছে।’
দ্রব্যমূল্য
নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি দেখলাম গত
কয়েকদিন ধরে বিএনপি নেতারা
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের
শাস্তির মধ্যে আটকে থাকা রাজনীতি
থেকে বের হওয়ার চেষ্টা
দেখাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তারা সারা
দেশে সমাবেশের আয়োজন করছেন।’
ড.
হাছান মাহমুদ দাবি করেন, ‘আজকাল
গ্রামে হারিকেন আর কুপিবাতি দেখা
যায় না। এগুলো ড্রয়িং
রুমে সাজিয়ে রাখতে হয়। গত ১০
বছরে কৃষিতে যে উন্নয়ন হয়েছে,
হালের বলদ আর গরুর
হাল এখন আর বাচ্চারা
দেখতে পায় না, চেনে
না। কারণ গরুর হাল
নাই, এটাই পরিবর্তন। আজকে
দেশের প্রতিটি মানুষ ভালো আছে।
এনএম/ডা