• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

‘ওমিক্রনের মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পেরেছি’

প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ১১:৩৩ পিএম

‘ওমিক্রনের মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পেরেছি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ওমিক্রনের মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পেরেছি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। তিনি বলেন, ‘বর্তমান করোনা আক্রান্তদের প্রায় সবই প্রায়ওমিক্রন স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া অন্য কোনো উপায় নেই। দীর্ঘ মেয়াদি আমাদের এগুলো পালন করতে হবে।’

রবিবার ( মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা দেখেছি, অনেকেই ভাবছেন ওমিক্রনের প্রভাব কমে গেছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলছে না। মাস্ক খুলে ফেলার পেছনে যুক্তি দিচ্ছেন। আমাদের খেয়াল করতে হবে করোনায় এখনও অনেকেই আক্রান্ত হচ্ছেন। এখনই মাস্ক খুলে ফেলার মতো কিছু হয়নি।

তিনি আরও বলেন, ‘ভাইরাসের এখনও ইভোল্যুশন হচ্ছে। আবারও নতুন করে কোনো ভ্যারিয়েন্ট আসবে কি না সে শঙ্কাটা থেকেই যাচ্ছে। ওমিক্রনের যেসব নতুন নতুন উপধরন বিএ. বা অন্য কিছু, তা চলে আসার সম্ভাবনা থাকবে। যেসব রিস্কি গ্রুপগুলো আছে ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যান্সারের রোগী স্টেরয়েড পাচ্ছেন তাদের ক্ষেত্রে ওমিক্রন সিরিয়াস আক্রান্ত করতে পারে।

এনএম/ডা

আর্কাইভ