প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৯:২৪ পিএম
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর
রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষিপণ্য
রফতানিতে ২০ শতাংশ প্রণোদনা
দিয়েছে। এ প্রণোদনা শাক,
সবজি, ফল রপ্তানি করে
রফতানিকারকরা পান। কিন্তু একটি
সমস্যা হয়েছে পাট খাতে একটি
টায়ার করা হয়েছে সেখানে
সাড়ে ৭, ১২ ও
২০ শতাংশ এভাবে পেয়ে থাকে। সবাই
২০ শতাংশ পায় না। এ
বিষয়ে পাটমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাকে সহযোগিতা করব।‘
রবিবার
(৬ মার্চ) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবস উপলক্ষে
আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা
বলেন।
তিনি
বলেন, ‘পাশ্ববর্তী দেশসহ অন্য কোনো দেশের
ওপরে আমরা নির্ভরশীল থাকবো
না। একই সঙ্গে পাট
জাতীয় সব পণ্যে ২০
শতাংশ প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে
আলোচনা করা হবে। আগামী
তিন বছর পর ভারত
থেকে আমরা পাট বীজ
আনবো না। আমরা পাট
বীজ নিজেরা উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হওয়ার
রোডম্যাপ করেছি।’
কৃষিমন্ত্রী
বলেন, এখন শীত মৌসুমে
কিছু বীজ উৎপাদন করে
রফতানি করে ভারত। আমরা
চেষ্টা করছি আমাদের বিজ্ঞানীরা
ভারতের জাতের চেয়ে উন্নত জাতের
বীজ আবিষ্কার করেছে। চাষিদের কাছে যাচ্ছে। এ
বীজের উৎপাদনশীলতা ও আঁশ ভালো।
আশা করছি আগামী তিন
বছর পরে ভারত থেকে
আমরা পাট বীজ আনবো
না।’
তিনি
আরও বলেন, ‘আমরা রোড ম্যাপ
করেছি পাট ও পেঁয়াজের
বীজ নিজেরা উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হওয়া
যায়। এটা করা সম্ভব
ইনশাল্লাহ আমরা কর্মসূচি নিয়েছি,
রোডম্যাপ করেছি আগামী ৩, ৪, ৫
বছরের মধ্যে এই ফসলে স্বয়ংসম্পূর্ণ
হবো। পার্শ্ববর্তী দেশসহ অন্য কোনো দেশের
ওপরে আমরা নির্ভরশীল থাকবো
না।’
এনএম