প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৭:৫৫ পিএম
জঙ্গি সংগঠন
গাজওয়াতুল হিন্দে উদ্বুদ্ধ হয়ে দেশের বিচারক
ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরিকল্পনা
করেন মনির আব্দুর রাজ্জাক
(৪০)। অনলাইনে বিভিন্ন
কন্টেন্ট দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ
হন বাহরাইন প্রবাসী কুমিল্লা লাকসামের বাসিন্দা মনির। তার
সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের
যোগসাজশ পাওয়া যায়নি।
রবিবার
(৬ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
এসব কথা জানান কাউন্টার
টেরিরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।
তিনি
জানান, বাহরাইন প্রবাসী মনির আব্দুর রাজ্জাকের
বাড়ি কুমিল্লার লাকসামে। অনলাইনে বিভিন্ন কন্টেন্ট দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ
হন। জঙ্গি সংগঠন গাজওয়াতুল হিন্দে উদ্বুদ্ধ হয়ে দেশের বিচারক
ও আইন-শৃঙ্খলা বাহিনীর
ওপর হামলার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা
বাস্তবায়নে গত ২৮ ফেব্রুয়ারি
পরিবারের কাউকে না জানিয়ে দেশে
আসেন মনির। হামলা চালিয়ে আবারও বাহরাইনে পালিয়ে যেতে চেয়েছিলেন। এজন্য
বেশকিছু স্থানে রেকিও করেন সেলফ রেডিকালাইজড
এই মনির।
তিনি
আরও জানান, ২০০৭ সালে শ্রমিক
হিসেবে বাহরাইনে যান মনির। ২০১৮
সালে দেশে এসে আবার
বাহরাইনে যায়। সেখানেই তিনি
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রেডিকালাইজড কনটেন্ট দেখে নিজে উগ্রবাদে
উদ্বুদ্ধ হন। নিজেও সেসব
কন্টেন্ট শেয়ার করতেন। তার কাছ থেকে
উদ্ধার ডিভাইস বিশ্লেষণ করে ভয়ংকর তথ্য
পাওয়া গেছে।
এরপর
সেলফ রেডিকালাইজড মনির একপর্যায়ে জিহাদের
প্রস্তুতি নেয়। তারই অংশ
হিসেবে পরিবারের কাউকে না জানিয়ে গত
২৮ ফেব্রুয়ারি দেশে আসেন। পুলিশ
ও বিচারকের ওপর হামলার পরিরিকল্পনা
করেন। ঘটনা ঘটিয়ে আবারও
ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল তার।
এর
আগে, শনিবার (৫ মার্চ) রাজধানীর
ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে
সিটিটিসি।
এনএম