প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৬:৪১ পিএম
রাজধানীসহ সারা দেশে কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই তাপমাত্রা আরও ৩ দিন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (৬ মার্চ) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে
বলা হয়, আকাশ আংশিক
মেঘলাসহ সারা দেশের আবহাওয়া
শুষ্ক থাকবে। আগামী তিন দিনে আবহাওয়ার
উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।
রবিবার
সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৪ দশমিক ২
ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ
তাপমাত্রা ৩২ দশমিক ৫
ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণপশ্চিম
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়
অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল
হয়ে পড়েছে, যা দক্ষিণপশ্চিম দিকে
অগ্রসর হয়ে নিম্নচাপ আকারে
রবিবার ভোর ৬টায় একই
এলাকায় অবস্থান করছিল। এটি ক্রমান্বয়ে দুর্বল
হয়ে দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে
পারে।
এনএম/এফএ