• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সশরীরে সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরু

প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৫:১৫ পিএম

সশরীরে সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমতে শুরু করেছে। তাই সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়েছে।

রবিবার ( মার্চ) সকাল ৯টার পর আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়। পরে হাইকোর্ট বিভাগেও সরাসরি বিচারকাজ শুরু হয়।

সশরীরে সুপ্রিম কোর্টে বিচারকাজ শুরু হওয়ায় আইনজীবীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে আদালত।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভার্চুয়াল ক্ষেত্র বিশেষে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে আসছিল। এর মধ্যে গত বছরের ২৯ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এরপর গত ডিসেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়।

এর মধ্যে করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৯ জানুয়ারি থেকে ফের ভার্চুয়ালি বিচারকাজ শুরু করেছিলেন সুপ্রিম কোর্ট।

পরদিন ২০ জানুয়ারি প্রধান বিচারপতির আদেশে একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে গাউন পরিধানের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়।

এনএম/এফএ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ