• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জাতীয় পাট দিবস আজ

প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৪:৪৮ পিএম

জাতীয় পাট দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ রবিবার ( মার্চ) জাতীয় পাট দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস-২০২২। এবারের প্রতিপাদ্যসোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ দিবসটি উপলক্ষে পাট পাটজাত পণ্যের উৎপাদন রফতানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে বস্ত্র পাট মন্ত্রণালয়।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সামনে থেকে আব্দুল গনি রোডে একটি ্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় পাট দিবসে পাট পাটজাত পণ্যের উৎপাদন রফতানি বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১১ ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে সরকার। 

পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রচলিত বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদনও রফতানির মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হবে।


এনএম/এফএ

আর্কাইভ