• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শ্যামবাজারে দুই পেঁয়াজের আড়তকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৯:১১ পিএম

শ্যামবাজারে দুই পেঁয়াজের আড়তকে লাখ টাকা জরিমানা

সিটি নিউজ ডেস্ক

নির্ধারিত দামের চেয়ে বেশিতে পেঁয়াজ বিক্রি করায় রাজধানীর শ্যামবাজারে দুই আড়ত মালিককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৫ মার্চ) আড়তে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পরিচালক ও ঢাকা বিভাগীয় দপ্তরের প্রধান মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান ও মাহমুদা আক্তার। জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো রাজিব বাণিজ্য ভান্ডার ও পানামা ট্রেডার্স।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমদানি করা পেঁয়াজ এলসি মূল্য ও তাদের বিক্রি মূল্যের সঙ্গে সামঞ্জস্য না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। তা ছাড়া দেশি পেঁয়াজের ক্রয়মূল্য কত তার কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানগুলো।’

প্রতিষ্ঠানগুলো প্রদর্শিত তালিকায় আমদানি করা পেঁয়াজের ৪৫ টাকা দাম দেখালেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছিল ৪৯ টাকায়।

রজমানের আগে দেশে দ্রব্যমূল্য বাড়াতে ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সে জন্য এখন থেকে বাজার তদারকিতে নিয়মিত অভিযান পরিচালনার কথাও বলছে।

ডা/এফএ
আর্কাইভ