• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশি জাহাজে হামলা, ইউক্রেনকে দুষছে রাশিয়া

প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১১:৫১ পিএম

বাংলাদেশি জাহাজে হামলা, ইউক্রেনকে দুষছে রাশিয়া

সিটি নিউজ ডেস্ক

অলিভিয়া বন্দরের জলসীমায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজে হামলা করেছে রাশিয়া। এতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঘটনায় ইউক্রেনকে দুষছে রাশিয়া। নিহত ওই বাংলাদেশির স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশটি। রাশিয়ার অভিযোগ করেছে, ইউক্রেনের জাতীয়তাবাদীরা পিছু হটার সময় লোকজনকে জিম্মি মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

বৃহস্পতিবার ( মার্চ) ঢাকায় রাশিয়া দূতাবাসের ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়- অলভিয়া বন্দরের (ইউক্রেন) অভ্যন্তরীণ নোঙ্গরঘরে অবস্থানরত বিএসসি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী বাংলাদেশি হাদিসুর রহমান মিসাইল হামলার ফলে নিহত হয়েছেন। ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ান পক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। 

রাশিয়া দূতাবাস আরও জানায়, তথ্য-উপাত্তের ভিত্তিতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ড বারবার বলেছে, পিছু হটার সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা নির্বিচারে গুলি চালায় এবং ইচ্ছাকৃতভাবে জিম্মিদের ধরে নিয়ে যায়। ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা তাদেরমানব ঢালহিসেবে ব্যবহার করে। এটি তাদের সন্ত্রাসী কৌশল।

রাশিয়া দূতাবাস বলেছে, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধান, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণ করতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন (+ ৪৯৫ ৪৯৮-৩৪-৪৬, + ৪৯৫ ৪৯৮-৪২ -১১, + ৪৯৫ ৪৯৮-৪১-০৯) চালু করেছে। ছাড়া বিষয়ে -মেইলেও ([email protected]) যোগাযোগ করা যাবে।

এনএম

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ