• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

১৫ দিনের মধ্যে পাঁচ জেলার অবৈধ ইটভাটা ভাঙার নির্দেশ

প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৭:৩৬ পিএম

১৫ দিনের মধ্যে পাঁচ জেলার অবৈধ ইটভাটা ভাঙার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পাঁচ জেলার সব অবৈধ ইঠভাটা ভাঙার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এসব ইটভাটা ভাঙতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার ( মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর মানিকগঞ্জ।

পরিবেশ অধিদফতর আদালতকে জানায়, মানিকগঞ্জের ১১টি অবৈধ ইটভাটার ৮টিতে, মুন্সীগঞ্জে ২৬টি অবৈধ ইটভাটার ১৬টিতে, ঢাকার ১১৩টির মধ্যে ২৫টিতে, গাজীপুর ৪৬টি অবৈধ ইটভাটার ৩৩টিতে অভিযান চালানো হয়েছে।

অধিদফতর হাইকোর্টকে আরও জানায়, দূষণ নিয়ে তাদের মাত্র তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। স্বল্প লোক নিয়ে কাজ করছেন তারা।

এনএম/এফএ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ