প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০১:০২ এএম
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও
মৃত্যু সংখ্যা কমছে। তবুও, থেমে নেই টিকা
কার্যক্রম। বিভিন্ন দেশ থেকে আনা
টিকা পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশকে
ফাইজারের তৈরি আরও ১
কোটি ডোজ টিকা দিতে
যাচ্ছে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্স কর্মসূচির আওতায় অনুদান হিসেবে এসব টিকা দেওয়া
হচ্ছে। চলতি সপ্তাহেই এগুলো
পৌঁছাবে বলে জানা গেছে।
সোমবার
(২৮ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়- যুক্তরাষ্ট্রের পক্ষ
থেকে সর্বশেষ এ অনুদানের মধ্য
দিয়ে বাংলাদেশ সব দেশের মধ্যে
যুক্তরাষ্ট্রের অনুদানের টিকার সর্ববৃহৎ গ্রহীতা হয়ে উঠেছে। এখন
পর্যন্ত বাংলাদেশকে মোট ৬ কোটি
১০ লাখ ডোজ টিকা
দেওয়া হয়েছে। ২০২২ সালের মধ্যে
সারা বিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন
ডোজ টিকা অনুদান দেবে
যুক্তরাষ্ট্র।
এ
বিষয়ে দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন
লা-ফেইভ বলেছেন, ‘সর্বশেষ
এ অনুদানের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের
বন্ধন আরও মজবুত হয়েছে।
এই দুই দেশের মধ্যেকার
অংশীদারত্ব ও বিশ্বের অন্য
যে কোনো দেশের চেয়ে বাংলাদেশকে টিকা
বেশি দেওয়ায় আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে।’
এনএম/ডা