• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

'একজন গৃহবধূ আপনাদের দুইবার ক্ষমতায় এনেছেন'

প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৫:২৬ এএম

'একজন গৃহবধূ আপনাদের দুইবার ক্ষমতায় এনেছেন'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'আপনারা এ পর্যন্ত আসার পেছনে জিয়াউর রহমানের চেয়ে খালেদা জিয়ার অবদান বেশি। জিয়াউর রহমান অকালে প্রয়াণ করেছেন। আপনারা যখন হতাশায় ভুগছিলেন, কোনো পথ ছিল না, এই সাধারণ একজন গৃহবধূ আপনাদের একত্রিত করেছেন। আপনাদের দুইবার ক্ষমতায় এনেছেন।'

শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত 'রাজনৈতিক সংকট: উত্তরণ কোন পথে' শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাফরুল্লাহ।

তিনি বলেন, 'বিএনপির লোকেরা খালেদা জিয়ার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছে বলে আমি মনে করি। এ জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।
আজকে বিচার বিভাগ সরকার ও আইনমন্ত্রীর অনুগত হয়ে কাজ করছে। এ জন্য অনেকগুলো পরিবর্তন আমাদের দরকার। বিএনপিকে প্রমাণ করতে হবে তারা এলএসডি খায়নি। তা নাহলে তারা আত্মহত্যা করছে।'

'এত লোক থাকার পরও তাদের (বিএনপি) চিন্তার এত দীনতা দেখি। আমরা হয়তো খালেদা জিয়াকে আর বেশি দিন পাব না। আমি গত তিন বছর ধরে বলে আসছি খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে মুক্ত খোলা বাতাসে হাঁটতে দেয়া। তাহলেই উনি ভালো হবেন। কেবল ওষুধে রোগ ভালো হয় না। ওষুধের সঙ্গে জনগণের ভালোবাসা যখন উনি দেখবেন তখন উনি সুস্থ হবেন,' যোগ করেন জাফরুল্লাহ।

গণস্বাস্থ্যের নির্মাতা আরও বলেন, 'প্রয়াত জিয়াউর রহমানের জন্য ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একজন মৃত ব্যক্তির জন্য ১৫ দিনের কর্মসূচি করছে, আর জীবিত খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ। উনার যেসব লক্ষণ দেখছি আগামী নির্বাচন পর্যন্ত সময় পাবেন কি না, যথেষ্ট সন্দেহ আছে। আমরা দোয়া করি যেন উনি বেঁচে থাকেন।'

এএএম 
আর্কাইভ