• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গণটিকা দানে ব্যাপক সাড়া পাওয়া গেছে: মেয়র আতিক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০২:৩৮ এএম

গণটিকা দানে ব্যাপক সাড়া পাওয়া গেছে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণটিকাদান কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে কয়েকটি টিকাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা জানান।

তিনি বলেন, ‘গণটিকা কার্যক্রমের আওতায় গত তিন দিনে এক লাখ ২৫ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। সময় কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

তিনি আরও বলেন, আগামী মাস থেকে দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টিকা সনদ না পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ডিএনসিসি এলাকার সব মানুষকে করোনার টিকা দেয়ার লক্ষ্যে আরও দুই দিন গণটিকা কার্যক্রম চলবে। সে হিসেবে আগামী ২৭ ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে ভ্যাকসিনেশন সেন্টার পরিচালনা করা হবে।

এনএম/ডা

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ