• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘প্রথম ডোজ টিকা কার্যক্রম চলমান থাকবে’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১০:১৫ পিএম

‘প্রথম ডোজ টিকা কার্যক্রম চলমান থাকবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার দ্বিতীয়-তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তথ্য জানান। 

তিনি বলেন, ‘করোনা টিকাদানের প্রথম ডোজ বন্ধ হচ্ছে না। নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বি এম খুরশীদ আলম ঘোষণা দিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ রাখা হবে।

শনিবার এর ধারাবাহিকতায় বিশেষ ক্যাম্পেইনে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি। তবে এই টিকা দিতে লাগছে না কোনো নিবন্ধন। দেয়া হচ্ছে সিনোভ্যাক সিনোফার্মার টিকা।

এনএম/এফএ

আর্কাইভ