• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

‘আরও দুদিন বাড়ছে গণটিকার মেয়াদ’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৯:৫৩ পিএম

‘আরও দুদিন বাড়ছে গণটিকার মেয়াদ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণটিকার মেয়াদ আরও দুদিন বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি তথ্য জানান।

তিনি বলেন, ‘গণটিকা দেয়ার মেয়াদ আরও দুদিন বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, ‌‘যেসব কেন্দ্রে ভিড় বেশি থাকবে সেগুলোতে দুদিন টিকা দেয়া হবে। ছাড়া স্থানীয় প্রশাসন চাইলে তাদের কেন্দ্রগুলোতে দুদিন টিকা দেয়া হবে।

এর আগে শনিবার সকাল ৮টা থেকেএক দিনে এক কোটি টিকাদান কর্মসূচি আওতায় সারা দেশে করোনা প্রতিরোধী টিকা দেয়া হচ্ছে।


এনএম/ এফএ

আর্কাইভ