• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

টিকাদান চলছে, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৫:৫৭ পিএম

টিকাদান চলছে, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, ‌‘প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে তার চেয়ে বেশি হবে শনিবার (২৬ ফেব্রুয়ারি) টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাস প্রতিরোধে এক দিনে এক কোটি  টিকাদান কর্মসূচি সকাল ৮টা থেকে শুরু হয়েছে। কর্মসূচির মূল লক্ষ্য শ্রমজীবী মানুষ।

স্বাস্থ্য সচিব বলেন, ‘মানুষের সাড়া পাচ্ছি। প্রচুর মানুষ টিকা নিতে এসেছেন। প্রথম ডোজের জন্য এক কোটি টিকা দেয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে বেশি দেয়া হবে।

এই কর্মসূচিতে ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ নিয়ে গেলেই টিকা পাওয়া যাচ্ছে। যাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন নেই, তারা নিজ ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েও টিকা নিতে পারবেন। মোবাইল না থাকলে তার নাম-ঠিকানা নিয়ে টিকা দেয়া হবে। ছাড়া উপজেলার নির্ধারিত হাসপাতালের সব টিকাকেন্দ্র চালু থাকবে।

১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অনুমোদন দেয়নি। অনুমোদন পেলে বাংলাদেশেও ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়া হবে।

এনএম/এফএ

আর্কাইভ