সিটি নিউজ ডেস্ক
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান হোসেন।
তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি (বুধবার) গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। সাত-আটজন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে যায়। সেখানে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা তার সহপাঠীকে মারধর করা হয় এবং ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা বৃহস্পতিবার ও শুক্রবার সড়ক অবরোধ করে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা মেরে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করে আন্দোলন ও মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
সাজেদ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন