• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জবি খোলার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: মে ২৯, ২০২১, ০৮:৫২ পিএম

জবি খোলার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ মিনার প্রাঙ্গনে শনিবার (২৯ মে) বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। জবির সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনটির আয়োজন করেন বলে জানা গেছে।

তারা এ সময় বলেন, এক বছরেরও বেশি সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় তারিখের তকমা নয়, প্রতিষ্ঠান খুলে পরীক্ষা নিয়ে শিক্ষা কার্যক্রম সচল করুন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেবেন না।

সরকারের কাছে প্রশ্ন রেখে শিক্ষার্থীরা বলেন, গার্মেন্টস, শপিংমল, আকাশপথ, নৌ-পথ, হাটবাজারসহ দেশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে, শুধু বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও করোনা নেই, শুধু বিশ্ববিদ্যালয়ে করোনা হয়?

অবিলম্বে জবি খুলে দেয়ার আবেদন জানিয়ে বক্তারা বলেন, একটি জাতির ভাগ্য নির্ধারণ হয় শ্রেণিকক্ষে। কিন্তু জাতির ভাগ্য নির্ধারণ নিয়ে আপনাদের কোন চিন্তাভাবনায় নেই। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই সময়ে অনেকে ভিডিও গেমস, মাদকাসক্ত হয়ে পড়ছে। অনেক মেয়ে শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হচ্ছে। 

তারা প্রশ্ন রাখেন, যেখানে গার্মেন্টস খোলা, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ? সরকার ও উপাচার্যের প্রতি আমাদের আবেদন হলো, অনাবাসিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলে দিন। অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের তুলনা করবেন না।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মো. শাহিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান করোনার উৎস না। হাট-বাজার, গার্মেন্টসে, লঞ্চে সবাই চলতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ? সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই নিম্নমধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেড় থেকে ২ বছর একই ক্লাসে পড়ছি। শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, তিনি আমাদের অবস্থা বুঝবেন এবং বিশ্ববিদ্যালয় খুলে দিবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আবদুল্লাহ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষার্থীদের পক্ষে আছি। 

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীলদল, বিভিন্ন অনুষদের কয়েকজন ডিন বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছেন।

বিআর/নির্জন
আর্কাইভ